বহুনির্বাচনী প্রশ্নোত্তর
অধ্যায়-১৮
১০. বস্ত্র বয়নের আগেই সুতায় রং করার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইয়ার্ন ডাইং
খ. স্টক ডাইং
গ. পিস ডাইং
ঘ. জিগ ডাইং
১১. সম্পূর্ণ বস্ত্র তৈরি হওয়ার পর তাতে রং লাগানোকে কী বলে?
ক. জিগ ডাইং
খ. পিস ডাইং
গ. স্টক ডাইং
ঘ. ইয়ার্ন ডাইং
১২. লিনেন কোন প্রকারের তন্তু?
ক. খনিজ তন্তু
খ. কৃত্রিম তন্তু
গ. প্রাণিজ তন্তু
ঘ. উদ্ভিদ তন্তু
১৩. রেয়ন কোন ধরনের তন্তু?
ক. প্রাকৃতিক তন্তু
খ. উদ্ভিদ তন্তু
গ. সেলুলোজিক তন্তু
ঘ. নন সেলুলোজিক তন্তু
১৪. ৪০০ মিটার সুতার ওজন ৬ গ্রাম হলে ওই সুতার কাউন্ট কত?
ক. ১০ টেক্স
খ. ১৫ টেক্স
গ. ২০ টেক্স
ঘ. ২৫ টেক্স
১৫. কাঁচামাল অবস্থায় রং করাকে কী বলে?
ক. জিগ ডাইং
খ. পিস ডাইং
গ. স্টক ডাইং
ঘ. ইয়ার্ন ডাইং
১৬. অ্যাসবেস্টস কোন ধরনের তন্তু?
ক. খনিজ তন্তু
খ. উদ্ভিজ্জ তন্তু
গ. প্রাণিজ তন্তু
ঘ. সেলুলোজিক তন্তু
১৭. এক্রাইলিন কোন ধরনের তন্তু?
ক. উদ্ভিজ্জ তন্তু
খ. প্রাণিজ তন্তু
গ. সেলুলোজিক তন্তু
ঘ. নন সেলুলোজিক তন্তু
১৮. বীজ থেকে তুলা পৃথক্করণকে কী বলে?
ক. স্পিনিং
খ. ব্লেন্ডিং
গ. ব্যাচিং
ঘ. জিনিং
১৯. অ্যাসবেস্টস ব্যবহূত হয়—
i. ইনসুলেশনে
ii. অগ্নিরোধক হিসেবে
iii. বিদ্যুৎ রোধক হিসেবে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. কোন উদ্ভিদ থেকে লিনেন তন্তু উৎপন্ন হয়?
ক. পাট
খ. তিসি
গ. শিমুল
ঘ. কার্পাস
সঠিক উত্তর: অধ্যায়-১৮:
১০. ক, ১১. খ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ। অধ্যায়-১৯: ১. ঘ, ২. গ ৩. ক, ৪. ক।
অধ্যায়-১৯
১. কোনটি রঞ্জকের বর্ণের ওপর প্রভাব ফেলে?
ক. মাইকা
খ. ট্যালক
গ. ম্যাগনেসিয়াম সিলিকেট
ঘ. টিটানিয়াম ডাই-অক্সাইড
২. পেইন্টের গুণাগুণ কিসের ওপর নির্ভরশীল?
ক. পিগমেন্ট, ভার্নিশ, থিনার
খ. ল্যাকার, থিনার, ভার্নিশ
গ. মাধ্যম, পিগমেন্ট, থিনার
ঘ. পিগমেন্ট, ল্যাকার, মাধ্যম
৩. ভার্নিশ তৈরিতে মেথিলেটেড স্পিরিট ও চাঁচ-গালার অনুপাত কত?
ক. ৪: ১
খ. ৩: ১
গ. ১: ৪
ঘ. ১: ৩
৪. কালাই করার ফলে ধাতুর—
i. ক্ষয়রোধ হয়
ii. মরিচা রোধ হয়
iii. উজ্জ্বলতার পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i. ও ii.
খ. i. ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
অধ্যায়-১৯
৬. গাছের বাকল থেকে দুধের মতো সাদা যে রস বের হয় তার নাম কী?
ক. লাক্ষা,
খ. ল্যাটেক্স
গ. ডেমার
ঘ. চাঁচ-গালা
৭. কোনটি মৌলিক পিগমেন্ট?
ক. মাইকা
খ. ট্যালক
গ. আয়রন অক্সাইড
ঘ. ম্যাগনেসিয়াম সিলিকেট
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও.
তূর্য পেইন্ট করতে গিয়ে লক্ষ করল, নির্দিষ্ট পরিমাণ পেইন্টের দ্রবনকে একটি বিশেষ তরল পদার্থের সাহায্যে অধিক ধাতুপৃষ্ঠে প্রলেপন দেওয়া যায়।
৮. তূর্যের ব্যবহূত তরল পদার্থটি কী?
ক. দ্রাবক থিনার
খ. মাধ্যম.
গ. মৌলিক পিগমেন্ট
ঘ. নিষ্ক্রিয় পিগমেন্ট
৯. তূর্য পেইন্টের মধ্যে তরলটি কেন দিয়েছিল?
ক. পেইন্টকে সুষম করার জন্য
খ. পেইন্টের মিশ্রণকে ঘন করার জন্য
গ. মিশ্রণকে দীর্ঘস্থায়ী করার জন্য
ঘ. পেইন্টের মিশ্রণকে পাতলা করার জন্য
১০. কোনটি নিষ্ক্রিয় পিগমেন্ট?
ক. মাইকা
খ. থ্যালোসাইনাইন
গ. আয়রন অক্সাইড
ঘ. টিটানিয়াম ডাই-অক্সাইড
১১. কোনটি সাদা পিগমেন্ট?
ক. থ্যালোসাইনাইন
খ. বোরন অক্সাইড
গ. আয়রন অক্সাইড
ঘ. টিটানিয়াম ডাই-অক্সাইড
১২. পেইন্টের মূল উপাদান কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৩. কোনটি রঞ্জকের বর্ণের ওপর প্রভাব ফেলে না?
ক. থ্যালোসাইনাইন
খ. আয়রন অক্সাইড
গ. ম্যাগনেসিয়াম সিলিকেট
ঘ. টিটানিয়াম ডাই-অক্সাইড
১৪. স্পিরিট ভার্নিশ কয় প্রকার?
ক. পাঁচ
খ. চার
গ. তিন ,
ঘ. দুই
১৫. ভার্নিশ ব্যবহারে—
i. কাঠের আঁশগুলো স্পষ্টভাবে দেখা যায়
ii. কাঠের রং কিছুটা পরিবর্তিত হয়
iii.কাঠের ওপর চকচকে প্রলেপ সৃষ্টি করে
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. তেল রজন ভার্নিশকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
ক. আটটি
খ. ছয়টি
গ. চারটি
ঘ. দুইটি
১৭. রঞ্জক পদার্থকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ
খ. চার
গ. তিন
ঘ. দুই
১৮. ধাতুপৃষ্ঠের ভার্নিশকে কী বলে?
ক. ল্যাটেক্স
খ. কালাই
গ. এনামেল
ঘ. পিগমেন্ট
সঠিক উত্তর: অধ্যায়-১৯:
৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ।
অধ্যায়- ২০
১. বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রথম সারির খাদক কোনটি?
ক. বাঘ
খ. হরিণ
গ. কুমির
ঘ. ইঁদুর
২. স্থলজ বাস্তুসংস্থানে সর্বোচ্চ স্তরের খাদক কোনটি?
ক. সাপ
খ. ব্যাঙ
গ. ময়ূর
ঘ. ইঁদুর
৩. কোনটি মৃতজীবী শৃঙ্খল?
ক. শস্যইঁদুরসাপ
খ. মৃতদেহছত্রাককেঁচো
গ. ঘাসগরুমানুষ
ঘ. মানুষমশাম্যালেরিয়া জীবাণু
৪. কোনটি প্রথম স্তরের খাদক?
ক. পায়রা
খ. সারস
গ. দোয়েল
ঘ. কাক।
সঠিক উত্তর: অধ্যায়-২০: :
১. খ ২. গ ৩. খ ৪. ক।
অধ্যায়-২১
১. দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতিকে কী বলে?
ক. পুনরুদ্ধার
খ. উন্নয়ন
গ. সাড়া দান
ঘ. প্রশমন
২. দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩. গণসচেতনতা দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
ক. পূর্ব প্রস্তুতি
খ. উন্নয়ন
গ. সাড়া দান
ঘ. প্রতিরোধ
৪. কোনটি দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত?
ক. গণসচেতনতা বৃদ্ধি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. ত্রাণসামগ্রী বিতরণ
ঘ. ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ
৫. দুর্যোগের পরপরই প্রথম কোন কাজটি করতে হয়?
ক. উন্নয়ন করতে হয়
খ. প্রতিরোধ করতে হয়
গ. সাড়া দান প্রয়োজন হয়
ঘ. পুনরুদ্ধার করতে হয়
৬. যেসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ধনসম্পদ ও জানমালের ক্ষতি করে তা হলো—
i বন্যা ও খরা
ii. জলোচ্ছ্বাস ও বন্যা
iii. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কী?
ক. ভৌগোলিক অবস্থান
খ. গ্রিন হাউস প্রতিক্রিয়া
গ. উত্তরের পর্বতমালা
ঘ. দক্ষিণে পাহাড় না থাকা
৮. স্পারসো কী?
ক. বেসরকারি সংস্থা
খ. দুর্যোগ পুনর্বাসন সংস্থা
গ. মহাকাশ গবেষণা সংস্থা
ঘ. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি
৯. কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১
ক. ১৯৯৩
গ. ১৯৯৫
ঘ. ১৯৯৭
১০. দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি সংস্থা কোনটি?
ক. স্পারসো
খ. অক্সফাম
গ. সিসিডিবি
ঘ. ডিজাস্টার ফোরাম
১১. কোন সংস্থাটি ভূ-উপগ্রহের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরকে নিয়মিত মেঘচিত্র সরবরাহ করে?
ক. অক্সফাম
খ. কারিতাস
গ. স্পারসো
ঘ. সিসিডিবি
১২. থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?
ক. জেলা প্রশাসক
খ. থানা নির্বাহী অফিসার
গ. দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব
ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
১৩. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায়—
i. দুর্যোগ-পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি
ii. দুর্যোগ সংঘটনের পরে ব্যাপক ত্রাণকার্য পরিচালনা
iii. দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ-সংক্রান্ত সব ধরনের ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে গৃৃহীত কার্যক্রম
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে?
ক. ২৭০c
খ. ৩০০c
গ. ৩৩০c
ঘ. ৩৬০c
১৫. বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটি?
ক. উত্তরাঞ্চল
খ. দক্ষিণাঞ্চল
গ. পূর্বাঞ্চল
ঘ. পশ্চিমাঞ্চল।
সঠিক উত্তর:
১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক
অধ্যায়-২০
৮. কোনটি প্রকৃতির ঠাঙ্গড়?
ক. ফাইটোপ্লাঙ্কটন
খ. জুয়োপ্লাঙ্কটন
গ. ব্যাকটেরিয়া
ঘ. শৈবাল
নিচের রেখাচিত্র থেকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
সবুজ উদ্ভিদ (A)প্রথম স্তরের খাদক (B)দ্বিতীয় স্তরের খাদক (C)
৯. প্রদর্শিত খাদ্যশৃঙ্খলটি
ক. পরভোজী খাদ্যশৃঙ্খল
খ. পরজীবী খাদ্যশৃঙ্খল
গ. মৃতজীবী খাদ্যশৃঙ্খল
ঘ. সাধারণ খাদ্যশৃঙ্খল
১০. রেখাচিত্রে B-এর সঙ্গে C-এর সম্পর্ক কী?
ক. B, C-কে খায়
খ. B বাড়লে C বাড়বে
গ. B কমলে C বাড়বে
ঘ. B বাড়লে C কমবে
১১. অ্যাকোয়ারিয়াম কী?
ক. অণু বাস্তুসংস্থান
খ. জলজ বাস্তুসংস্থান
গ. স্থলজ বাস্তুসংস্থান
ঘ. কৃত্রিম বাস্তুসংস্থান
১২. কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক?
ক. ঘাসমানুষহরিণ
খ. ঘাসহরিণইগল
গ. ঘাসব্যাঙঘাস-ফড়িং
ঘ. গমইঁদুরসাপ
১৩. কোনটি পরজীবী শৃঙ্খল?
ক. ঘাসগরুমানুষ
খ. গমইঁদুরসাপ
গ. মানুষমশাম্যালেরিয়া জীবাণু
ঘ. মৃতদেছত্রাককেঁচো
১৪. বাস্তুসংস্থানের মূল উপাদান কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৫. বাস্তুসংস্থানের জৈব উপাদান কোনটি?
ক. অক্সিজেন
খ. ক্যালসিয়াম
গ. হিউমাস
ঘ. জলবায়ু
১৬. বাস্তুসংস্থানের অজৈব উপাদান কোনটি?
ক. ইউরিয়া
খ. হিউমাস
গ. পানি
ঘ. জলবায়ু
১৭. বাস্তুসংস্থানের ভৌত উপাদান কোনটি?
ক. মাটির গুণাগুণ
খ. হিউমাস
গ. মাটি
ঘ. পানি
১৮. সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে গেলে—
i. হরিণের সংখ্যা কমে যাবে
ii. লতাগুল্মের সংখ্যা বৃদ্ধি পাবে
iii. কুমিরের সংখ্যা বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের রেখাচিত্রের আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঘাস ফড়িংশামুকছোট পাখিসাপ
১৯. চিত্রে কয়টি খাদ্যশৃঙ্খল আছে?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
২০. খাদ্যশৃঙ্খলটিতে সাপের সংখ্যা বেড়ে গেলে—
i. শামুক বেড়ে যাবে
ii. ছোট পাখির সংখ্যা কমে যাবে
iii. ঘাস-ফড়িংয়ের সংখ্যা কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: অধ্যায়-২০:
৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক
অধ্যায়-২১
১. দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতিকে কী বলে?
ক. পুনরুদ্ধার
খ. উন্নয়ন
গ. সাড়া দান
ঘ. প্রশমন
২. দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩. গণসচেতনতা দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
ক. পূর্ব প্রস্তুতি
খ. উন্নয়ন
গ. সাড়া দান
ঘ. প্রতিরোধ
৪. কোনটি দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত?
ক. গণসচেতনতা বৃদ্ধি
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. ত্রাণসামগ্রী বিতরণ
ঘ. ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ
৫. দুর্যোগের পরপরই প্রথম কোন কাজটি করতে হয়?
ক. উন্নয়ন করতে হয়
খ. প্রতিরোধ করতে হয়
গ. সাড়া দান প্রয়োজন হয়
ঘ. পুনরুদ্ধার করতে হয়
৬. যেসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের ধনসম্পদ ও জানমালের ক্ষতি করে তা হলো—
i. বন্যা ও খরা
ii. জলোচ্ছ্বাস ও বন্যা
iii. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কী?
ক. ভৌগোলিক অবস্থান
খ. গ্রিন হাউস প্রতিক্রিয়া
গ. উত্তরের পর্বতমালা
ঘ. দক্ষিণে পাহাড় না থাকা
৮. স্পারসো কী?
ক. বেসরকারি সংস্থা
খ. দুর্যোগ পুনর্বাসন সংস্থা
গ. মহাকাশ গবেষণা সংস্থা
ঘ. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি
৯. কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১
খ. ১৯৯৩
গ. ১৯৯৫
ঘ. ১৯৯৭
১০. দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি সংস্থা কোনটি?
ক. স্পারসো
খ. অক্সফাম
গ. সিসিডিবি
ঘ. ডিজাস্টার ফোরাম
১১. কোন সংস্থাটি ভূ-উপগ্রহের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরকে নিয়মিত মেঘচিত্র সরবরাহ করে?
ক. অক্সফাম
খ. কারিতাস
গ. স্পারসো
ঘ. সিসিডিবি
১২. থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?
ক. জেলা প্রশাসক
খ. থানা নির্বাহী অফিসার
গ. দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব
ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
১৩. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায়—
i. দুর্যোগ-পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি
ii. দুর্যোগ সংঘটনের পরে ব্যাপক ত্রাণকার্য পরিচালনা
iii. দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ-সংক্রান্ত সব ধরনের ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে গৃৃহীত কার্যক্রম
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে?
ক. ২৭০c
খ. ৩০০c
গ. ৩৩০c
ঘ. ৩৬০c
১৫. বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটি?
ক. উত্তরাঞ্চল
খ. দক্ষিণাঞ্চল
গ. পূর্বাঞ্চল
ঘ. পশ্চিমাঞ্চল।
অধ্যায়-২১: সঠিক উত্তর:
১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক
Filed under: এসএসসি |
Leave a Reply