নতুন কমপিউটারে সাধারণত My Computer, My Documents, My Network Places এবং Recycle Bin প্রভৃতি শর্টকাট দেখা যায়। আপনি বা অন্য কেউ যদি এসব শর্টকাটের মধ্য থেকে কোনো শর্টকাট মুছে ফেলেন, তাহলে সেগুলো খুব সহজেই রিস্টোর করতে পারবেন নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে :
* ডেস্কটপে ডান ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
* Display Properties ডায়ালগ বক্সে Desktop ট্যাবে ক্লিক করুন এবং এরপর Customize Desktop-এ ক্লিক করুন।
* Desktop Items ডায়ালগ বক্সের Desktop icons এরিয়া সিলেক্ট করুন। Desktop আইকনে সিলেক্ট করুন, যা আপনি ডেস্কটপে দেখতে চান।
* এবার Ok-তে ক্লিক করুন।
Advertisements
Filed under: কম্পিউটার Tips & Tricks |
Leave a Reply