http://www.exploratorium.edu
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অবস্থিত বিজ্ঞান জাদুঘর ‘দ্য এক্সপ্লোরেটোরিয়াম’। সশরীরে উপস্থিত হতে না পারলে ঘুরে আসতে পারেন এর ওয়েবসাইট। এতে রয়েছে প্রায় ২৫ হাজার পৃষ্ঠার তথ্য। রয়েছে ফিল্ম ইঞ্জিন, অনলাইন ইন্টারঅ্যাক্টিভস, ওয়েব ফিচারস দেখার দারুণ সুযোগ-সুবিধা।
http://www.scientificamerican.com
বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক অ্যামেরিকান’-এর ওয়েবসাইট এটি। ম্যাগাজিনের বিভিন্ন বিভাগের ওয়েব রূপ এখানে স্থান পেয়েছে। নতুন নতুন সংবাদ ছাড়াও রয়েছে ফিচার, পডকাস্ট, ভিডিও, ইমেজ, ব্লগ প্রভৃতি।
http://www.howstuffworks.com
নাম শুনেই বোঝা যাচ্ছে, এ ওয়েবসাইটটি কী ধরনের হতে পারে। কোন যন্ত্রটি কিভাবে কাজ করে সে সম্পর্কে শখানেক ফিচার রয়েছে এ সাইটে। আরো রয়েছে কুইজ, পাজল, ব্লগ, ভিডিও, পডকাস্ট, ফটো প্রভৃতি।
http://www.nationalgeographic.com
বিখ্যাত সাময়িকী ‘ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন’-এর ওয়েবসাইট। এটি ভাগ করা হয়েছে মিউজিক, সায়েন্স, এডুকেশন, নিউজ, ব্লগের মতো মেন্যু দিয়ে।
Filed under: কম্পিউটার Tips & Tricks |
Leave a Reply