বাংলা ২য় পত্র

১. বাক্যতত্ত্বের আরেক নাম কী?
ক. ভাষা খ. পদক্রম গ. প্রাতিপাদিক ঘ. সাধিত শব্দ
২. বিরামচিহ্ন কয়টি? ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩
৩. প্রাচীন যুগের স্থায়ীকাল কত?
ক. ৬৫০-১২০০ খ. ১২০১-১৮০০
গ. ১২০১-১৮০১ ঘ. ১২২৯-১৮০০
৪. হরতাল কোন ভাষার শব্দ?
ক. পাঞ্জাবি খ. গুজরাটি গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত
৫. ড় ও ঢ় ধ্বনি দুটোকে কী ধ্বনি বলে?
ক. কম্পনজাত খ. পার্শ্বিক গ. শিস ঘ. তাড়নজাত
৬. আমি আজ জ্বর জ্বর বোধ করছি—এখানে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সামান্য খ. অসামান্য গ. আধিক্য ঘ. আতিশায্য
৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না?
ক. কুলটা খ. দুর্ভিক্ষ গ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি
৮. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে? ক. পারিভাষিক শব্দ খ. প্রতিশব্দ
গ. সমার্থক শব্দ ঘ. পরিবর্তিত শব্দ
৯. প্রত্যয়সাধিত শব্দ কোনটি?
ক. সুশ্রী খ. সফল গ. জলধি ঘ. মহাত্মা
১০. এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. আদিতে খ. অন্ত গ. আদি অন্তে ঘ. মাঝে
১১. নিদাঘ শব্দের নি উপসর্গ কী অর্থদ্যোতনা সৃষ্টি করে? ক. গভীর খ. না গ. অল্পতা ঘ. আতিশায্য
১২. তার চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি—এ বাক্যটি? ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য গ. খণ্ড ঘ. যৌগিক বাক্য
১৩. Better half শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
ক. উত্তমার্ধ খ. নিকৃষ্টার্ধ গ. পরার্থ ঘ. পরমার্ধ
১৪. নিখাদ অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?
ক. কাঁচা কথা খ. কাঁচা সোনা গ. কাঁচা ইট ঘ. কাঁচা চুল
১৫. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?
ক. ঝড় বয় ভয় হয় খ. সকালে সূর্য ওঠে
গ. বাঁশি বাজে ঘ. গগনে গরজে মেঘ
১৬. অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? ক. অর্থের খ. প্রশ্ন চিহ্নের
গ. সর্বনাম ও বিশেষ্য পদের ঘ. ক্রিয়াপদের
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান—এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে? ক. সতর্কতা খ. আধিক্য গ. কালের বিস্তার ঘ. ভাবের বিস্তার
১৮. হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দ্বিপ খ. প্রাচীন গ. দ্বীপ ঘ. দীপ
১৯. কোনটি লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই খ. সাহেব গ. কবিরাজ ঘ. কুলি
২০. রাজার দুয়ারে হতি বাঁধা—কোন অধিকরণ কারক?
ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক
গ. অভিব্যাপক ঘ. আধারাধিকরণ
২১. কোন শব্দগুলোয় ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে? ক. ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড খ. তৃণ, বর্ণ, কর্ণ
গ. কৃপণ, রামায়ণ, বহ্নি ঘ. বেণু বীণা, বাণ
২২. হংসডিম্বর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হংসের ডিম্ব খ. হংস ও ডিম্ব
গ. হংস হতে যে ডিম্ব ঘ. হংসীর ডিম্ব
২৩. পরের ই-কার ও উ-কার উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. অভিশ্রুতি গ. অপিনিহিতি ঘ. স্বরাগম
২৪. শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
ক. সারী খ. সারি গ. শারি ঘ. শাড়ি
২৫. সাতাশ যতি একশ সাতাশ হতো—এখানে নিত্যবৃত্ত অতীত কী অর্থে ব্যবহূত?
ক. কামনা প্রকাশ খ. সম্ভাবনা গ. অসম্ভব ঘ. ইচ্ছা
২৬. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. প্রতিপক্ষ খ. দর্শনমাত্র গ. প্রতিবাদ ঘ. সেতার
২৭. নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্তি?
ক. শনশন খ. শীতশীত গ. কনকন ঘ. হাতেনাতে
২৮. সন্দেশ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক খ. রূঢ়ি গ. দেশি ঘ. যোগরূঢ়
২৯. নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. নীল+ইমা খ. নীল+ইমন
গ. নীলি+ইমা ঘ. নিল+ইমা
৩০. বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়?
ক. বাক্য খ. শব্দ গ. অর্থ ঘ. অভিধান
৩১. যিনি বিদ্যা লাভ করেছেন—এক কথায় বলে—
ক. কৃতবিদ্যা খ. বিদ্বান গ. জ্ঞানী ঘ. কৃতবিদ্যা
৩২. অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
ক. মিশ্র খ. তৎসম গ. প্রবাদ ঘ. বিদেশি
৩৩. অনুবাদকে কোনটি সাথে তুলনা করা হয়েছে?
ক. অন্য ভাষাচর্চা খ. শিল্পকর্ম গ. সাহিত্যকর্ম ঘ. নাট্যকর্ম
৩৪. He has gone to dogs-এর সঠিক অনুবাদ—
ক. সে কুকুরের কাছে গেছে খ. সে কুকুর খুব ভালোবাসে গ. সে কুকুর পোষে ঘ. সে গোল্লায় গেছে
৩৫. Practics makes a man Perfect-এর সঠিক অনুবাদ কোনটি? ক. অভ্যাস একজন মানুষকে পরিপূরক করে খ. অভ্যাস মানুষের দাস গ. গাইতে গাইতে গায়েন ঘ. কোনটি সঠিক নয়
৩৬. Common Noun-এর পূর্বে A, The বসলে তার অনুবাদ কী হবে? ক. সংক্ষিপ্ত খ. অনুবাদ করতে হয় না গ. আক্ষরিক অনুবাদ হয় ঘ. ভাবানুবাদ হয়
৩৭. পত্র শব্দের আভিধানিক অর্থ কী?
ক. স্মারক বা চিহ্ন খ. লিপি গ. পাপিয়া ঘ. ই-মেইল
৩৮. পত্রের মূল অংশ কোনটি?
ক. শিরোনাম খ. পত্রগর্ভ গ. সম্ভাভাষণ ঘ. ঠিকানা
৩৯. সুলিখিত পত্র অনেক সময় কোন মর্যাদা লাভ করে? ক. গল্পের খ. সাহিত্যের গ. প্রবন্ধের ঘ. নাটকের
৪০. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লেখা পত্রকে কী পত্র বলে?
ক. আবেদন খ. ব্যক্তিগত গ. চুক্তিপত্র ঘ. মানপত্র
৪১. সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী?
ক. অপদার্থ খ. নিষ্ক্রিয় দর্শক গ. অনামিকা ঘ. খয়ের খা
৪২. দুবার জন্মে যে, এককথায় প্রকাশ হয়—
ক. পুনর্জন্ম খ. প্রত্যাবর্তন গ. দ্বিজ ঘ. অগ্রজ
৪৩. কপটতাচারী এর সঠিক বাগধারা কোনটি?
ক. ভূষণ্ডির মাঠ খ. আদায় কাচকলা
গ. হাড়-হাভাতে ঘ. ভিজে বেড়াল
৪৪. শশাঙ্ক-এর সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র গ. সমুদ্র ঘ. আকাশ
৪৫. সান্ত-এর বিপরীত শব্দ হলো?
ক. অশান্ত খ. অসান্ত গ. অনন্ত ঘ. সামন্ত
৪৬. নিচের কোন শব্দটি রোগ অর্থে প্রকাশ পেয়েছে?
ক. মাথা ধরা খ. মাথা খাওয়া
গ. মাথা ফাটা ঘ. মাথা ঘামানো
৪৭. ছাপোষা শব্দটির অর্থ হচ্ছে—
ক. বাচ্চা পোষা খ. অর্থের কুপ্রভাব
গ. অত্যন্ত গরিব ঘ. ধনী
৪৮. বাড়ির নামে কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হয়?
ক. কমা খ. দাড়ি
গ. সেমিকোলন ঘ. প্রশ্নবাচক
৪৯. বাগভঙ্গির ভিত্তি কী?
ক. স্বরভঙ্গি খ. বিবৃতি
গ. স্বরজ্ঞাপক ঘ. ব্যাকরণ
৫০. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয় তাকে কী ধাতু বলে?
ক. কর্মবাচ্যের ধাতু খ. সংযোগমূলক
গ. ণিজন্ত ধাতু ঘ. নাম ধাতু।

উত্তর


১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ক ৪৯. ক ৫০. গ।

Leave a comment