আপনি কি আপনার Android ফোনকে iPhone হিসেবে দেখতে চান ?

Android

i Phone

আপনি কি আপনার Android ফোনকে iPhone হিসেবে দেখতে চান ? কোন চিন্তা নেই ।  আপনি আপনার Android ফোনের হোমকে ছোট্ট একটি ‍আপস এর মাধ্যমে তা করতে পারেন । যার নাম হল  Themer সত্যি  সত্যি আপনি তা করতে পারবেন যদি আপনি এই আপটি ইনস্টল করেন। আপনি আশ্চর্য  হয়ে যাবেন  আপনার Android টি  iPhone পরিণত হয়ে গেছ্ ।

কিভাবে করবেন?

নিচের লিঙ্ক থেকে থিমার আপসটি ডাউনলোড করুন।

Themer 

আপনি যখন প্রথমবার এটি ওপেন করবেন এটা আপনার অনুমতি চাইবে home screen widgets  তৈরি করতে। box টি চেক করে  tap  করুন Create এ। পরবর্তীতে আপনার iOS 7 theme  লোড করতে হবে। যাকে বল হয় “Seven”   এবং আপনি দেখবেন Browse Themes section  এর মধ্যে  এর মধ্যে দেখতে পাবেন Most Popular category ।  আপনি যদি এটা সেখানে দেখতে না পান তাহলে আপস এর ডানপাশের উপরে magnifying glass icon  করে অনুসন্ধান  করতে হবে।

7 theme

Theme

 এরপর আপনি “Seven” theme  নির্বাচন করুন এবং Apply বাটনে একবার  করুন । আপনি তখন theme preview screen দেখবেন।এবার আপনাকে Gmail or Facebook করতে sign in হবে। এরপর theme টি  ইনস্টল হবে এবং আপনার  Android এর হোম স্ক্রিন iOS 7  এর মতো হবে।

আপনার মূল স্ক্রিনটি এখন দেখতে Apple এর মতো । আপসের অনেক  কমন আইকন Calendar, Photos, Store (Google Play Store), Facebook  ইত্যাদি খুঁজে পাবেন। সবকিছু Apple এর ডিজাইনে পরিবর্তিত হয়ে যাবে।

এখন যেহেতু আপনার দুটো  এর আপস  সেহেতু আপনার Android আপনাকে জিজ্ঞাসা করবে  কোনটি আপনি পছন্দ করবেন Apple /Android ।   আপনি Home বাটনে চাপ দেন। আর আপনি যদি Apple  এরটা পছন্দ করেন তাহলে  আপনাকে “Seven” theme কে  home screen হিসেবে  পরিবর্তন করুন।  শুধুমাত্র Themer নির্বাচন করুন এবং টেপ করুন  Always এ।

Android/iPhone

Select Theme

ওয়েলকাম, আপনি আপনার Android নিয়ে  iOS 7 এর মতো আনন্দ উপভোগ করুন।

Leave a comment