ব্যবসায় উদ্যোগ

১। নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রগুলোর মধ্যে পড়ে না?
ক. কেনাবেচা

খ. সেবামূলক
গ. উৎপাদনমূলক

ঘ. প্রশাসনিক
২। নিচের কোনটি উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য?
i. বদান্যতা ii. ব্যবসায়ের অভিজ্ঞতা
iii. পারিবারিক মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii
৩। ‘ঝুঁকি গ্রহণের মনোভাব’_উদ্যোক্তার কোন ধরনের বৈশিষ্ট্য?
ক. অর্থনৈতিক

খ. সামাজিক
গ. মনস্তাত্তি্বক

ঘ. প্রতিযোগিতামূলক
৪। সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কিভাবে?
ক. পরিকল্পনার মাধ্যমে
খ. বিশ্লেষণের মাধ্যমে
গ. গবেষণার মাধ্যমে
ঘ. বিচার বিশ্লেষণের মাধ্যমে

[নিচের অনুচ্ছেদটি পড়ে ৫-১০ নং প্রশ্নের উত্তর দাও।]
জনাব জুবের আলী বাংলাদেশের একজন নামকরা উদ্যোক্তা। তিনি ব্যাংকিং এবং বিনিয়োগের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য পেয়েছেন। প্রযুক্তি প্রয়োগের ব্যাপারেও তিনি সবার চেয়ে এগিয়ে।
৫। জুবের আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৫২

খ. ১৯৫৬
গ. ১৯২৮

ঘ. ১৯৩০
৬। তিনি দিয়াশলাই কারখানায় কত টাকা পুঁজি খাটিয়েছেন?
ক. ১০ লক্ষ টাকা

খ. ৬ লক্ষ টাকা
গ. ৪ লক্ষ টাকা

ঘ. ৩ লক্ষ টাকা।
৭। বাংলাদেশের প্রথম ফাইন্যান্স কোম্পানির নাম কী?
ক. এশিয়া ট্রাস্ট কো. লি.

খ. আইসিসিবি
গ. ইউসিবিএল

ঘ. মিউচুয়াল ট্রাস্ট
৮। মানুষের জীবিকা অর্জনের সঙ্গে কাজের সম্পর্ক_
ক. অত্যন্ত নিবিড়

খ. মোটেই নেই
গ. নিবিড়

ঘ. কিছুটা আছে
৯। আত্মকর্মসংস্থানে আয়ের ধারাবাহিকতা_
ক. নিশ্চিত

খ. অনিশ্চিত
গ. দেখা যায়

ঘ. অবশ্যম্ভাবী
১০। নিচের কোনটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়?
ক. শিল্পকারখানা

খ. ব্যাংক
গ. বীমা

ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
১১। বর্তমানে যেকোনো দেশে কর্মসংস্থানের প্রধান উৎস কী?
i. আত্মকর্মসংস্থান

ii. কৃষি কাজ
iii. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
নিচের কোনটি সঠিক?
ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও ii
১২। সরকারিভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগকৃত শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য করা হয়?
ক. ৪০,০০০ টাকা

খ. ৫০ লাখ টাকা
গ. তিন কোটি টাকা

ঘ. এক কোটি টাকা
১৩। অর্থের অপচয় ক্ষুদ্র ব্যবসায়ের একটি_অসুবিধা
i. ব্যক্তিগত

ii. সামাজিক

iii. পারিবারিক
নিচের কোনটি সঠিক?
ক. i

খ. ii

গ. iii

ঘ. i ও iii
১৪। কর্মসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে

খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে

ঘ. ৫ ভাগে
১৫। পণ্য উৎপাদনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবই_
ক. প্রকল্প ধারণা

খ. প্রকল্প
গ. পণ্য নির্বাচন

ঘ. পণ্যের চাহিদা
১৬। উৎপাদিত পণ্যের চাহিদা না থাকলে_
ক. কোনো প্রকল্পই সফল হয় না
খ. বাজার জরিপ করতে হবে
গ. প্রকল্প আধুনিকায়ন করতে হবে
ঘ. উপরের কোনটিই নয়।
১৭। নিচের কোনটি প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে?
i. সৃজনশীলতা

ii. অধ্যবসায়
iii. সাংগঠনিক কাঠামো
নিচের কোনটি সঠিক?
ক. i

খ. ii
গ. iii

ঘ. i ও ii
১৮। মাইক্রো শব্দের অর্থ কী?
ক. ক্ষুদ্র

খ. মাঝারি
গ. বৃহৎ

ঘ. অতি বৃহৎ
১৯। মানুষের মৌলিক চাহিদা হলো_
ক. অন্ন, বস্ত্র, শিক্ষা

খ. চিকিৎসা
গ. বাসস্থান

ঘ. ক+খ+গ
২০। জীবন নির্বাহের খরচ কোন পরিবেশের অন্তর্গত?
ক. জনসংখ্যা বিষয়ক

খ. প্রাকৃতিক
গ. সাংস্কৃতিক

ঘ. অর্থনৈতিক

Answer:
১. ঘ ২. গ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ঘ।