Bangla 2nd paper

বহু নির্বাচনী প্রশ্ন:

১। পৃথিবীর প্রায় কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে?
ক. দশ কোটি খ. পঁয়ত্রিশ কোটি
গ. পঁচিশ কোটি ঘ. আড়াই কোটি
২। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়?
ক. চলিত রীতি খ. সাধু রীতি
গ. আঞ্চলিক রীতি ঘ. সব কয়টি
৩। ‘পুরুষ’, ‘বচন’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে খ. বাক্যতত্ত্বে
গ. ধ্বনিতত্ত্বে ঘ. বর্ণমালায়
৪। ধ্বনির মূল উৎস কী?
ক. বাতাস খ. মুখবিবর
গ. গলনালি ঘ. ফুসফুস
৫। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
ক. ঔ খ. এ গ. ই ঘ. ও
৬। ‘যাবজ্জীবন’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. যাবদ+জীবন খ. যাবজ+জীবন
গ. যাবৎ+জীবন ঘ. যাবয+জীবন
৭। বৃহস্পতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বৃহঃ+পতি খ. বৃহৎ+পতি
গ. বৃহস+পতি ঘ. বৃহ+স্পতি
৮। প্রকৃতির শেষে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণসমষ্টি নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক. বিভক্তি খ. প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
৯। নিচের কোন শব্দটি ‘ইংরেজি’ ও ‘তৎসম’ শব্দযোগে গঠিত মিশ্র শব্দ?
ক. খ্রিস্টাব্দ খ. ডাক্তারখানা
গ. হাটবাজার ঘ. রাজা-বাদশাহ
১০। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
ক. সন্দেশ খ. মধুর
গ. জলধি ঘ. পড়ুয়া
১১। নিচের কোনটি সাকুল্যবাচক সর্বনাম?
ক. যে সে খ. উভয়
গ. উনি ঘ. স্বয়ং
১২। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. ঠাকুরঝি খ. ললনা
গ. শ্যালিকা ঘ. ভাগনি
১৩। কোন ব্যাকরণে প্রতিটি কারকের জন্য শব্দবিভক্তির নির্দিষ্ট রূপ আছে?
ক. বাংলা খ. সংস্কৃত
গ. ইংরেজি ঘ. ফারসি
১৪। নিচের কোনটি ফরাসি শব্দ নয়?
ক. ডিপো খ. রেস্তোরাঁ
গ. কৃপণ ঘ. তারিখ
১৫। ‘ভূগোল’ শব্দটির বিশেষণ পদ কোনটি?
ক. ভৌগোলিক খ. ভূগোলিক
গ. ভূগোলক ঘ. ভৌগুলিক
১৬। বহুবচন প্রকাশে কোন সমষ্টিবাচক শব্দটি ব্যবহৃত হয়?
ক. মালা খ. খানি গ. খানা ঘ. টি
১৭। সরিষা দিয়ে তৈল হয়। নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণ কারকে তৃতীয়া
খ. কর্মে দ্বিতীয়া
গ. অপাদান কারকে তৃতীয়া
ঘ. অধিকরণে তৃতীয়া
১৮। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. ঘিয়ে ভাজা খ. হাতে কলমে
গ. ধন দৌলত ঘ. দিন রাত
১৯। পূর্বপদ বিশেষ্য ও এবং পরপদ ক্রিয়াবাচক হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক. সমানাধিকরণ খ. ব্যধিকরণ
গ. অন্ত্যপদলোপী ঘ. ব্যতিহার
২০। আবেগ প্রকাশক অব্যয় পদ সাধারণত বাক্যের কোথায় বসে?
ক. শুরুতে খ. শেষে
গ. মাঝখানে ঘ. কোথাও না
২১। নিচের কোনটি জটিল বাক্য?
ক. আমার হারানো বইটি ফিরে পেয়েছি
খ. যেহেতু সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
গ. নদীর জল চল্ চল্ চলছে তার বিরাম নেই
ঘ. মিথ্যাবাদী বালককে কেউ ভালোবাসে না
২২। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন বসবে?
ক. কমা খ. সেমিকোলন
গ. দাঁড়ি ঘ. প্রশ্নচিহ্ন
২৩। কৃত-প্রত্যয়ান্ত শব্দের আগে উপসর্গ ছাড়া অন্য পদ থাকলে তাকে কোন পদ বলে?
ক. প্রত্যয়ান্ত পদ খ. উপপদ
গ. সমাসবদ্ধ পদ ঘ. সমস্ত পদ
২৪। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. দেবর খ. নেতা
গ. সাধক ঘ. শিল্পী
২৫। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. ননদ খ. দিদি
গ. নাটিকা ঘ. নাতনি
২৬। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. কর্তায় সপ্তমী
গ. কর্মে সপ্তমী ঘ. অধিকরণে সপ্তমী
২৭। কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. বীরত্ব খ. বৌদ্ধ
গ. গমন ঘ. সমিতি
২৮। শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ খ. উপসর্গ
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
২৯। নিচের কোনটি বিদেশি ধাতু?
ক. চল্ খ. শুন্ গ. গতি ঘ. ডর্
৩০। কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?
ক. তুমি করলে খ. তুমি করতে
গ. তুমি করেছিলে ঘ. তুমি করছিলে
৩১। ‘দীর্ঘজীবী ব্যক্তি’ কথাটি নিচের কোন বাগধারাটি দিয়ে প্রকাশ করা হয়?
ক. কুঁড়ের বাদশাহ খ. কংস মামা
গ. কাক ভূষণ্ডী ঘ. কেতাদুরস্ত
৩২। ‘ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া’_প্রবাদ প্রবচনটির অর্থ কী?
ক. কষ্ট করলে বিনাশ নাই
খ. ব্যথার উপরে ব্যথা দেওয়া
গ. অল্প পরিশ্রমেই ক্লান্ত হওয়া
ঘ. না বুঝে কাজ করা
৩৩। ‘সহজে যা ছাড়ে না’_কথাটি কোন বাগধারাটি দিয়ে প্রকাশ করা হয়?
ক. কুপোকাত খ. কচ্ছপের কামড়
গ. কম্বলের লোম বাছা
ঘ. কাঁঠালের আমসত্ত্ব
৩৪। কথায় বর্ণনা করা যায় না_এক কথায় কী বলে?
ক. অকথ্য খ. অবর্ণনীয়
গ. অনির্বচনীয় ঘ. কিংকর্তব্যবিমূঢ়
৩৫। কোনটি ‘কুসুম’ শব্দের প্রতিশব্দ?
ক. প্রসূন খ. গন্ধ বহ
গ. প্রমদা ঘ. মহী
৩৬। ‘বাত্যা’ শব্দটি কোন শব্দের প্রতিশব্দ?
ক. উদক খ. তুফান
গ. মুকুট ঘ. কষ্ট
৩৭। ‘প্রাচ্য’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অপ্রাচ্য খ. প্রতীচ্য
গ. অপ্রতিচ্য ঘ. প্রতিচ্য
৩৮। Anthology-এর পরিভাষা কোনটি?
ক. শিল্প প্রদর্শনী খ. সাহিত্য-সংকলন
গ. দায়বদ্ধতা ঘ. সপক্ষতা
৩৯। ‘জনরব শুনে যে হাজির হয়’_তাকে এক কথায় কী বলা হয়?
ক. জনশ্রুতি খ. রবাহূত
গ. রবাহাজির ঘ. রবাহাত
৪০। ‘যামিনী’-এর প্রতিশব্দ কোনটি?
ক. শর্বরী খ. সংগ্রাম
গ. নিকর ঘ. কলেবর
৪১। অনুবাদকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন ভাগে খ. দুই ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
৪২। কোন জাতীয় অনুবাদে স্বাধীনতা খর্ব হয়?
ক. ভাবানুবাদে খ. আক্ষরিক অনুবাদে
গ. ইংরেজি অনুবাদে ঘ. বাংলা অনুবাদে
৪৩। অনুবাদের ভাষায় কী থাকা উচিত নয়?
ক. প্রাঞ্জলতা খ. সরলতা
গ. জটিলতা ঘ. স্পষ্টতা
৪৪। It is a long story-এর অনুবাদ কোনটি?
ক. এটি একটি লম্বা গল্প
খ. সে অনেক কথা
গ. এটি হয় একটি লম্বা গল্প
ঘ. এটি হয় একটি দীর্ঘ কথা

৪৫। Practice makes a man perfect-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. অভ্যাস একজন মানুষকে পরিপূরক করে
খ. অভ্যাস মানুষের দাস
গ. গাইতে গাইতে গায়েন
ঘ. অভ্যাস একজন মানুষকে সঠিক করে

৪৬। পত্রের কোনটিকে মূল অংশ বলা হয়?
ক. সম্বোধন খ. পত্র গর্ভ
গ. নাম-ঠিকানা ঘ. শিরোনাম

৪৭। সংবাদপত্রে প্রকাশের জন্য হারানো বিজ্ঞপ্তি কোন ধরনের পত্র?
ক. অভিযোগ পত্র খ. বিজ্ঞাপন পত্র
গ. আবেদন পত্র ঘ. চুক্তিপত্র

৪৮। কোন পত্র আসলে পত্র নয়?
ক. ব্যক্তিগত পত্র খ. আবেদন পত্র
গ. মানপত্র ঘ. চুক্তিপত্র

৪৯। কোন শ্রেণীর পত্রে জীবনবৃত্তান্ত উল্লেখ করতে হয়?
ক. ব্যক্তিগত পত্রে খ. সংবর্ধনা পত্রে
গ. চাকরির আবেদন পত্রে
ঘ. সংবাদপত্রের চিঠিতে

৫০। আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে কী বলে?
ক. নিমন্ত্রণ পত্র খ. আমন্ত্রণ পত্র
গ. অভিন্দন পত্র ঘ. মানপত্র

উত্তর: ১. গ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. গ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. খ ৪৫. গ ৪৬. খ ৪৭. খ ৪৮. গ ৪৯. গ ৫০. ক।