বিজ্ঞান

১। সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান_
ক. তামা ও টিন খ. তামা ও দস্তা
গ. তামা ও নিকেল গ. তামা ও সিসা
২। ফসলের পরিপক্বতা নষ্ট হয়_
ক. দস্তার অভাবে খ. সালফারের অভাবে
গ. নাইট্রোজেনের অভাবে গ. পটাসিয়ামের অভাবে
৩। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন খ. এমাইলেজ
গ. রেনিন ঘ. ট্রিপসিন
৪। কোন মৌলে নিউট্রন নেই?
ক. লিথিয়াম খ. অঙ্েিজন
গ. হাইড্রোজেন ঘ. হিলিয়াম
৫। দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে_
ক. শ্বেতকণিকা খ. লোহিত কণিকা
গ. রক্তরস ঘ. অনুচক্রিকা
৬। জিনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়_
ক. DNA খ. RNA
গ. ATP ঘ. TPA
৭। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
ক. আর্কিমিডিস খ. নিউটন
গ. কেপলার ঘ. আইনস্টাইন
৮। বায়ুতে বা শূন্যস্থানে আলোর (প্রতি সেকেন্ডে) বেগ কত?
ক. ৩ূ১০৭ মিটার খ. ৩ূ১০৮ মিটার
গ. ৩ূ১০৯ মিটার ঘ. ৩ূ১০১০ মিটার
৯। পাইরোমিটার কী?
ক. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
খ. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র
গ. সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র
ঘ. ভূকম্পন তরঙ্গ নির্ণায়ক যন্ত্র
১০। অভিকর্ষণ ত্বরণ ‘ম’-এর পরিবর্তন ঘটে_
ক. উচ্চতর প্রক্রিয়ায় খ. অক্ষাংশ প্রক্রিয়ায়
গ. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায় ঘ. সবগুলো
১১। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়_
ক. শব্দ শক্তি খ. আলোক শক্তি
গ. তড়িৎ শক্তি ঘ. কোনোটিই নয়
১২। অন্তর্দহ ইঞ্জিন নয় কোনটি?
ক. পেট্রল ইঞ্জিন খ. ডিজেল ইঞ্জিন
গ. এরোপ্লেন ইঞ্জিন ঘ. কোনোটিই নয়
১৩। সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাংক_
ক. অর্ধেক হবে খ. দ্বিগুণ হবে
গ. তিন গুণ হবে ঘ. চার গুণ হবে
১৪। কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
ক. ১৯৭৭ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭১ সালে ঘ. ১৯৮১ সালে
১৫। ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চালক কত?
ক. ১.১০ VOLT খ. ১.৫ VOLT
গ. ২.০ VOLT ঘ. ৫.২ VOLT
১৬। কোয়ার্টজ ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়_
ক. সিলিকা খ. সিলিকন
গ. সিলিকেট ঘ. কার্বন
১৭। সোনায় মরিচা ধরে না কেন?
ক. সোনা সক্রিয় ধাতু
খ. সোনা উজ্জ্বল ধাতু
গ. সোনা মূল্যবান ধাতু
ঘ. সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
১৮। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে বলে_
ক. জোড়োফাইট খ. হাইড্রোফাইট
গ. হ্যালোফাইট ঘ. সবগুলোই সঠিক
১৯। ট্রানজিস্টারে সেমি কন্ডাক্টর হিসেবে থাকে_
ক. ক্রোমিয়াম খ. জার্মেনিয়াম
গ. ট্যাংসেটন ঘ. ম্যাঙ্গানিজ
২০। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয়_
ক. মনিটরে খ. রমে
গ. র‌্যামে ঘ. কি-বোর্ডে
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ।