বাংলাদেশ বিষয়াবলি

১। ‘বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের জন্য মডেল দেশ’-উক্তিটি কার?

ক. বান কি মুন খ. ড. মুহাম্মদ ইউনূস

গ. হিলারি ক্লিনটন ঘ. বারাক ওবামা

২। মানব উন্নয়ন রিপোর্ট (HDI) ২০১৩-এর বাংলাদেশের অবস্থান–

ক. ১৪৬ তম খ.১৩৯ তমগ. ১৪৫ তমঘ. ১৩৮ তম

৩। টেস্ট ক্রিকেট বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন?

ক. আমনুল ইসলাম বুলবুল

খ. নাঈমুর রহমান দুর্জয়

গ. আকরাম খান ঘ. হাবিবুল বাশার সুমন

৪। ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয় সীমা কত?

ক. ২ লাখ ১০ হাজার টাকাখ.২ লাখ ১০ হাজার টাকা

গ. ২ লাখ ২০ হাজার টাকাঘ. ২ লাখ ৫ হাজার টাকা

৫। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

ক. মেহেন্দিগঞ্জ, বরিশাল খ. চাটখিল, নোয়াখালি

গ. হাজীগঞ্জ, চাঁদপুর ঘ. ত্রিশাল, ময়মনসিংহ

৬। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইউস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসে (IEP) বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক. ১০৫তমখ. ৯১তমগ. ১৩৭তমঘ. ১৪৬তম

৭। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ কবে জাতিসংঘ অস্ত্র নিরস্ত্রীকরণে ‘অস্ত্রবাণিজ্য চুক্তিতে’ স্বাক্ষর করে –

ক. ২৬ সেপ্টেম্বর ২০১৩ খ. ১ অক্টোবর ২০১৩

গ. ২৬ আগস্ট ২০১৩ ঘ. ২৪ অক্টোবর ২০১২

৮। ২৬ জুন ২০১৩ ইউরোপের সর্বোচ্চ পর্বত ‘এলব্রুস পর্বত’ জয় করেন কে?

ক. মুসা ইব্রাহীম খ. নিয়াজ পাটওয়ারী

গ. সিফাত ফাহামিদা ঘ. সবগুলি

৯। বাংলাদেশ ২০১৩ সালে কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘের ‘সাউথ সাউথ পুরস্কার’ লাভ করে?

ক. শিক্ষার হার বৃদ্ধি খ. রাজনৈতিক উন্নয়ন গ.বাল্যবিবাহ প্রতিরোধ ঘ. দারিদ্র্যতা দূরীকরণ

১০। ১৫ মার্চ ২০১৩ সালে পরলোকগমনকারী জামাল নজরুল ইসলাম ছিলেন–

ক. রাষ্ট্রবিজ্ঞানী খ. চিকিত্সক

গ. পদার্থবিজ্ঞানী ঘ. অর্থনীতিবিদ

১১। প্রস্তাবিত গার্মেন্টস শিল্প পার্ক কোথায় স্থাপিত হবে?

A. মিরসরাই, চট্টগ্রাম B. বাউশিয়া, মুন্সিগঞ্জ

C. সাভার, ঢাকা D. মিরপুর, ঢাকা

১২। প্রস্তাবিত দেশে বৃহত্তম শিল্প পার্ক কোথায় স্থাপিত হবে?

A. সন্দ্বীপ, চট্টগ্রাম B. গাজীপুর, ঢাকা

C. বাউশিয়া, মুন্সিগঞ্জ D. মিরসরাই, চট্টগ্রাম

১৩। বাংলাদেশে কবে তৃতীয় প্রজন্ম (3-G) যুগে প্রবেশ করে?

A. ১৪ অক্টোবর ২০১২ B. ৫ নভেম্বর ২০১২

C. ২৯ জুলাই ২০১৩ D. ১৪ অক্টোবর ২০১১

১৪। পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরতার হার কত?

ক. ৫০.২% খ. ৫৩.৭% গ. ৫৬.৯% ঘ. ৫১.৮%

১৫। সমপ্রতি দেশে কোথায় পাল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে?

ক. দিনাজপুর খ. গাজীপুর গ. সিলেট ঘ. ময়মনসিংহ

১৬। ঢাকা মহানগরের প্রস্তাবিত স্কাই বা আকাশ ট্রেনের দৈর্ঘ্য কত হবে?

ক. ২০ কিমি খ.১৮ কিমি গ. ২২ কিমি ঘ. ২৯ কিমি

১৭। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ১.৩১%খ. ২.৩১%গ. ১.৩৭%ঘ. ১.৩২%

১৮। জাতিংসঘের ইয়ুথ কারিজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন পুরস্কার ২০১৩ লাভকারী বাংলাদেশি–

ক. মুসা ইব্রাহিম খ. ফাহাদ রহমান

গ. কেশবচন্দ্র রায় ঘ. আকরাম খান

১৯। বাংলাদেশে কোথায় নতুন কয়লাক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে?

ক. সিলেট খ. ফরিদপুর গ. দিনাজপুর ঘ. জয়পুরহাট

২০। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কবে?

ক. ২৫ সেপ্টেম্বর ১৯৭২ খ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪

গ. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ ঘ. ২৪ অক্টোবর ১৯৭২

২১। বাংলাদেশ ২০১৩ সালের মানব উন্নয়ন সূচকে অবস্থান কততম?

ক. ১১০ তম০ খ. ১৪০তম গ. ১৩০তম ঘ. ১৪৬তম

স্পেনের ওয়েবমেট্রিক এর জরিপ অনুযায়ী

২২। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঘ. কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২ ৩ সেপ্টেম্বর ২০১৩ কোথায় পরমাণু চিকিত্সা কেন্দ্র উদ্বোধন করা হয়?

ক. কক্সবাজার খ. কুতুবদিয়া

গ. ভোলা ঘ. সেন্টমার্টিন

২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে পূর্ববাংলার আইন সভা অবস্থিত ছিল?

ক. সলিমুল্লাহ মুসলিম হল খ. ঢাকা হল

গ. জগন্নাথ হল ঘ. শহীদুল্লাহ হল

২৫। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে কোন দেশ সহযোগিতা করছে?

ক. ভারত খ. চীন গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র