ফেসবুকের টাইমলাইন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কিছুদিন আগে চালু করেছে টাইমলাইন। এখনো যাঁরা টাইমলাইন সক্রিয় করেননি, কিছুদিনের মধ্যে তাঁদের প্রোফাইলেও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে টাইমলাইন। নতুন এই ফেসবুক নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে

 পর্ব-১।
ফেসবুক টাইমলাইন কী? টাইমলাইন হলো ফেসবুক প্রোফাইলের নতুন রূপ, যা ব্যবহারকারীকে যেকোনো মুহূর্তে তার অতীত থেকে ঘুরে আসার সুযোগ দেয়, দেখাতে পারে এই সময়ে আগের বছরগুলোতে সে কী কী করেছিল। ইচ্ছে করলে আপনি আপনার জন্মসময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তথ্য দিয়ে একে ভরিয়ে নিজের আত্মজীবনী বানিয়ে ফেলতে পারবেন। ফেসবুক টাইমলাইন হলো তথ্য, গল্প, ছবি ও অভিজ্ঞতার সমষ্টি, যা ব্যবহারকারীর জীবনের গল্প বলবে। এক কথায়, একটি সাধারণ প্রোফাইলের অসাধারণ এক নতুন রূপায়ণ হলো ফেসবুক টাইমলাইন। Continue reading