ওয়ার্ডে স্মার্ট আর্টের ব্যবহার

অফিস-২০০৭-এ স্মার্ট আর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র, লেখচিত্র বা গ্রাফ ও বৃত্ত আঁকা বা যুক্ত করা যায়। সেটা রঙিন করে তুলে ত্রিমাত্রিক লেখাসহ ব্যবহার করাও যাবে। দরকার অনুযায়ী স্মার্ট আর্টের মাধ্যমে যেকোনো প্রতিবেদন তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এ জন্য প্রথমে ওয়ার্ড ফাইল খুলুন। এবার Insert মেনুতে ক্লিক করে বিবিধ সাবমেনু থেকে SmartArt নিন। Choose a SmartArt Graphic নামে ডায়ালগ বক্স খুলবে। এখানে একটি তালিকায় Cycle, Matrix, Pyramid ইত্যাদি স্মার্ট আর্ট গ্রাফিক অপশন দেওয়া আছে। সবগুলোই আপনি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। ধরুন, আমরা Cycle-এ ক্লিক করে বিভিন্ন সাব-সাইকেল থেকে Radial Cycle নির্বাচন করে Ok করলে স্বয়ংক্রিয়ভাবে রেডিয়াল সাইকেল ফাইলে যুক্ত হবে। এরপর দেখবেন Create Graphic, Layouts, SmartArt Style নামে অসংখ্য SmartArt Style আছে যেগুলোর মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন রকমের ডিজাইন করা যাবে। তারপর আমরা দেখতে পাব সংযুক্ত টি Flowchart Connector (Shape) গ্রাফ বা লেখচিত্র আকারে একটি রেডিয়াল সাইকেল গ্রাফ দেখা যাচ্ছে। গ্রাফের প্রত্যেকটি ঘরে (Shape) ক্লিক করে প্রয়োজনীয় টেক্সট টাইপ করা যাবে। রেডিয়াল সাইকেলটির বিভিন্ন ধরনের আকৃতি আছে যা আপনি অনায়াসেই স্মার্ট আর্ট স্টাইলে গিয়ে পরিবর্তন করতে পারবেন এবং রেডিয়াল সাইকেলটির লেখাসহ বিভিন্ন রং দিয়ে সাজানোর জন্য Change Colors-এ ক্লিক করে অসংখ্য রং থেকে আপনার পছন্দের রং নিয়ে সাজাতে পারেন। তারপর Text Pane -এ ক্লিক করলে গ্রাফের সবগুলো টেক্সট ক্রমান্বয়ে আলাদা বক্স আকারে প্রদর্শিত হবে। আবার Add Shape-এ ক্লিক করে গ্রাফের শেপ বাড়াতে পারবেন এবং নতুন লেখা যুক্ত করতে পারবেন।

Leave a comment