টাস্কবার অপশন সেটিং

নিজের পছন্দ অনুযায়ী টাস্কবারকে কাস্টোমাইজ করা যায়। এজন্য Start বাটনে ডানক্লিক করে Properties বেছে নিন। এবার Taskbar এবং Start Menu Properties ডায়ালগবক্স, যা ওপেন হয় এবং Taskbar ট্যাবে ক্লিক করলে ৩নং চিত্রের মতো অপশন আবির্ভূত হয়। এই অপশনগুলোর বর্ণনা নিম্নরূপ।

লক দ্য টাস্কবার (Lock the taskbar) :

এই অপশন সিলেক্ট করা থাকলে টাস্কবার পরিচালনার ক্ষেত্রে সব সাইজিং অপশন লুকিয়ে রাখে, যার ফলে আপনি দুর্ঘটনাক্রমে কোনো কিছু মুভ বা ডিলিট করতে পারবেন না।

অটো-হাইড দ্য টাস্কবার (Auto-hide the taskbar) :

এই অপশন সিলেক্ট করা থাকলে টাস্কবার বেশিরভাগ সময় হিডেন থাকবে। এর ফলে স্ক্রিনের তেমন কোনো স্পেস ব্যবহার বা দখল হয়ে থাকবে না টাস্কবারের মাধ্যমে। এটিকে দৃশ্যমান করার জন্য কার্সরকে একদম স্ক্রিনের নিচে নিয়ে যেতে হবে।

কিপ দ্য টাস্কবার অন টপ অব আদার উইন্ডোজ (Keep the taskbar on top of other windows) :

এই অপশন সিলেক্ট করা থাকলে টাস্কবার সবসময় দৃশ্যমান হবে। এমনকি যখন ম্যাক্সিমাইজ উইন্ডো ডেস্কটপের বাকি অংশ আবৃত করে রাখলেও।

গ্রুপ সিমিলার টাস্কবার বাটন (Group similar taskbar buttons) :

এই অপশন সিলেক্ট করা থাকলে মাল্টিপল টাস্কবার বাটন একটি একক বা সিঙ্গেল বাটনে কলাপস বা আবদ্ধ হবে, যাতে টাস্কবারের বাটন দেখতে খুব বেশি ছোট না হয়ে যায়।